Call

এবারের এশিয়া কাপে ৬ টি দল অংশ নিচেছ,,,সেখানে ৬টি দল ২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে,,গ্রুপ দুটি হলো A ও B..প্রতি গ্রুপে তিনটি দল থাকবে। প্রতিটি গ্রুপে প্রত্যকটি দল দুটি করে ম্যাচ খেলবে,,,সেখান থেকে দুটি করে দল যাবে পরর্বতী  ২ Round এ। 2 Round এ আবার চারটি দল থাকবে। কারন A গ্রুপ থেকে আসবে দুটি দল আর B গ্রুপ থেকে আসবে দুটি দল। তারপর আবার প্রতিটি দল পরসপরের সাথে মোকাবেলা করে।একটি দলের তিনটি খেলা থাকবে। এই চার দলের মধ্যে point table এর ১ম ও ২য় দল ফাইনাল খেলবে।আর ৩য় ও ৪র্থ বাদ পরবে। এভাবেই এশিয়া কাপের খেলা হবে।আশা করি বুঝতে পেরেছ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

২ গ্রুপে ৩ টি করে দল আছে। ফাইনালে উঠার সিস্টেম হল প্রথম রাউন্ডে গ্রুপের পয়েন্ট টেবিলের ১ম বা,২য় স্থানে থাকতে হবে। মনে করেন গ্রুপ A থেকে দুইটি দল এবং B  থেকে দুইটি দল যাবে। এখন এ চার দলের সেমি খেলা হবে যথাক্রমে এমন A1 v B1 এবং A2  v B2 - তাঁরপর আবার A1 v B2 ,,A2 v B1 এভাবে খেলে ২ গ্রুপের শীর্ষ দল ফাইনাল খেলবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Atik2018

Call

এশিয়াকাপে খেলছে ৬টি দল। ৬টি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে এক গ্রুপে ৩ টি দল করে।  গ্রুপ পর্বে একটি দল দুইটি করে ম্যাচ খেলবে গ্রুপের বাকি দুই দলের বিপক্ষে। এরপর গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হলে দুই গ্রুপের শীর্ষ দুই করে চারটি দল সুপার ফোরে উঠবে।সেখানে সব দল একে অপরের বিপক্ষে খেলবে। শীর্ষ দুই দল ফাইনালে উঠবে।২৮ সেপ্টেম্বর ফাইনাল হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ