Call

৫৪৭০ আহমাদ ইবনুূু আবূ রাজা (রহঃ) ইবনুূু উমর (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নাভিড় নীচের পশম কামানো, নখ কাটা ও গোঁফ ছোট করা মানুষের ফিতরাত।  ৫৮৬০ ইয়াহইয়া ইবনুূু কুযাআ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মানুষের স্বভাবগত বিষয় হলো পাচটিঃ খাতনা করা, নাভিড় নীচের পশম কামানো, বগলের পশম উপড়ানো, গোঁফ কাটা এবং (অতিরিক্ত)নখ কাটা।      বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমানিত যে উপরোক্ত কাজগুলি না করলে তা সুন্নতের খেলাফ,  কাজেই সে ব্যক্তি গোনাগার হবে। আল্লাহ্‌ আমাদের হেফাজত করুন, আমিন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ