Call

বৈজ্ঞানিক বেশ কিছু গবেষণা অনুসারে দেখা গেছে গান শুনলে মানুষের মন সতেজ থাকে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বাড়ে। মস্তিষ্ক সচল থাকে, ফলে অনেক কঠিন কাজে সহজ্যতা লাভ করে। নিয়মিত যারা গান শোনে তারা আইকিউতেও অন্যদের দিক দিয়ে এগিয়ে থাকে।  বিস্তারিত দেখুনঃ https://bigganbaksho.com/সন্তানকে-বেশি-গান-শোনান/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমি চ্যালেন্জ করে বলছি, যে সর্বকালের সেরা বিজ্ঞানি হলেন হযরত মুহাম্মাদুর রসুলুল্লাহ সাঃ।আর তিনি বলেছেন গান বাজনা শুনা হারাম।আর হারামের মধ্যেই রয়েছে ক্ষতি।অনেকে বলে গান শুনার ফলে জ্ঞান বৃদ্ধি পায়,এরকম কথা বলা কুফুরি।কারন হলো যেখানে নবী সাঃ গানবাজনা কে হারাম ঘোষনা দিয়েছেন,তাতে কখনোই জ্ঞান বাড়তে পারেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ