শেয়ার করুন বন্ধুর সাথে

Call

সাধারণভাবে এটি বার্ডফ্লু ভাইরাস নামে পরিচিত। জীববিজ্ঞানীদের মতে- এটি  মিক্সো ভাইরাস পরিবারের অন্তর্গত অর্থোমিক্স উপ-পরিবারের সদস্য। প্রাথমিক বিভাজনে এদেরকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বলা হয়। জীববিজ্ঞানীরা এই ভাইরাসকে মোট তিনটি ভাগে ভাগ করেছেন।এর এই ভাগ তিনটি হল- A,B ও C। এর ভিতরে B ও C গ্রুপের ভাইরাসগুলো মানুষ বা পাখির জন্য ক্ষতিকারক নয়। এই বিচারে এদেরকে  নিরীহ বা অক্ষতিকারক গ্রুপ হিসাবে বিবেচন করা হয়। বার্ডফ্লু হল- A গ্রুপের সদস্য। এই ভাইরাসের শরীরের উপরে দুই ধরনের প্রোটিন থাকে। একটিকে বলে হেমাগ্লুটিনিন (H)এবং অন্যটি হলো নিউরামিনিডেজ (N)। এ পর্যন্ত হেমাগ্লুটিনিন (H) এর ১৬ টি ক্যাটাগরি ও নিউরামিনিডেজ (N) এর ৯টি ক্যাটাগরির সন্ধান পাওয়া গেছে। হেমাগ্লুটিনিন (H) এর পঞ্চম ক্যাটাগরি H ও নিউরামিনিডেজ (N) এর প্রথম ক্যাটাগরি N1 এর সমন্বয়ে গঠিত বর্তমানের H5N1 স্ট্রেনটির শরীরের বহিরাবরণী এই কারণে এই ভাইরাসে শনাক্তকারী নাম রাখা হয়েছে-H5N1। এই স্প্যানিশ ফ্লু-র গবেষণার সূত্রে, বিজ্ঞানীরা বার্ড-ফ্লু'র গবেষণা হাত দিয়েছিল বিশ্ব-স্বাস্থ্য গবেষকরা। এই রোগটি প্রথম হংকং-এ সন্ধান পাওয়া যায় বলে- এর অপর নাম হংকং ফ্লু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ