শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রতিক আর সংকেতের মধ্যে কোন পার্থক্য নেই।দুটী একই জিনিস।আমরা জানি যে,কোন মৌলকে সহজে জানা বা চেনার জন্যই সংকেত বা প্রতীক ব্যবহার করা হয়।সংকেত বা প্রতীক ইংরেজী অক্ষরে প্রকাশ করা হয়।কিছূ কিছূ মৌলের নাম ল্যাটিন ভাষা থেকেও নেওয়া হয়েছে। *কৌনের মৌলের নামের সংক্ষিপ্ত রুপকেই প্রতীক বা সংকেত বলা হয়* যেমন - ক্যালসিয়াম(Ca) আর্গন(Ar) লেড(Pb) হাইড্রোজেন(H) গোল্ড(Au) মার্কারি(Hg) রেডন (Rn) ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ