প্রতীক হলো কোনো রাশি যে সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন: দৈর্ঘ্যের প্রতীক l, ভর এর প্রতীক m । অর্থাৎ সাংকেতিক চিহ্ন প্রকাশে প্রতীক ব্যবহার হয়। আর মাত্রা হলো কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক। যেমন: ভরবেগের মাত্রা হলো MLT^ -1 ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ