Share with your friends
M_H_EMON

Call

 

1.Verb কে (কে/করা) দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো Subject.
2.Verb
কে (কি/কাকে)দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো Object.

3.শব্দের শেষে te, d, ed, ain, fy, e, en, ize, se, ing, ইত্যাদি থাকলে উহা verb হয়।

যেমনঃ build, beautify, made ইত্যাদি।

Talk Doctor Online in Bissoy App

সাবজেক্ট সাধারণত বাক্যের সামনে থাকে আর সাবজেক্ট এর পর ভার্ব থাকে। আর ভার্ব এরপর অবজেক্ট থাকে। I eat rice. আবার, ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় থাকে সাবজেক্ট  বলে। যেমনঃ কে ভাত খেয়েছে? উত্তর হবে আমি। এখানে আমি বা( I) হলো সাবজেক্ট। আর কী বা কাকে প্রশ্ন  করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট।যেমনঃ কী খেয়েছ?? উত্তর হবে ভাত। তাই ভাত অবজেক্ট।  মোটকথা আপনাকে সাবজেক্ট ,ভার্ব ও অবজেক্ট ডিফাইন করতে আপনাকে ভার্ব সম্পর্কে জানতে হবে। ভার্ব সম্পর্কে জানতে হলে "কনজুগেশন অব ভার্ব " এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে।

Talk Doctor Online in Bissoy App