উত্তেজিত অবস্থায় ইলেকট্রন কি ? কি কাজে লাগে ? কিভাবে করব ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

কম্পনমান অবস্থায় গতিশক্তি প্রাপ্ত ইলেক্ট্রনকে উত্তেজিত ইলেক্ট্রন বলে। উত্তেজিত ইলেক্ট্রন অনেক কাজ করতে পারে। যেমন  স্বাভাবিক তাপে বিক্রিয়ায় যদি কোন বস্তু অংশ না নেয় তবে ইলেক্ট্রনকে উত্তেজিত করলে সেটি বিক্রিয়া করে। ইলেক্ট্রন উত্তেজিত হলেই কেবল বিভিন্ন প্রকার শক্তি তথা আলোক শক্তি, তরঙ্গ ইত্যাদি নিঃসরন করে। তাই এই উত্তেজিত অবস্থা বেশ গুরুত্ব পুর্ণ।  আপনি তাপ শক্তি, তড়িৎ চৌম্বক ফ্রিকুয়েন্সি প্রয়োগ করে ইলেক্ট্রনকে উত্তেজিত করতে পারবেন। তবে তাপ শক্তি ছাড়া ইলেক্ট্রনিক্স কৌশল প্রয়োগ করে উত্তেজিত করতে ইলেক্ট্রনিক্স বিদ্যা জানতে হবে, বিশেষ করে তাড়িৎ চুম্বকীয় আবেশ, চুম্বক বলরেখা ও ইডি কারেন্ট সম্পর্কে জানলে পারবেন নতুবা পারবেন না, আপনার কোন কাজ নাই। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ