Call

এখন ডাব গাছটি তে হয়ত পোকার সংক্রমন হয়েছে।এজন্য ডাবগুলো নষ্ট হয়ে যাচ্ছে।তাই ডাবগাছে ঔষুধ স্প্রে করতে পারেন। ঔষুধ টার নাম টা মনে নেই। আপনার নিকটস্থ কৃষি কর্মকর্তার কাছ থেকে জেনে নিবেন।ধন্যবাদ।আপনি লিংকে গিয়ে দেখতে পারেন।সমস্যা সমাধান হয় নাকি http://baisc.wordpress.com/কৃষি-সমস্যা-ও-সমাধান/ফল-মূল-জাতীয়/নারিকেল/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

এখন ডাব নষ্ট হয় আবহাওয়ার কারনে বিশেষ করে প্রচুর শীতে নারকেল নষ্ট বেশি হয় এছাড়াও টাওয়ার/নেটওয়াক বেশ প্রভাব ফেলে নারকেলের ফল হতে। *এছাড়াও বিভিন্ন কৃত্রিম কারনে ফল নষ্ট হয়ে যায়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
almasali

Call

সুন্দর প্রশ্ন। এখন শুধু ডাব নয় অন্যান্য ফল ও কম ধরে,ধরলেও ঝড়ে পড়ে।এর কারন শিল্পায়ন, কলকারখানা - ইটের ভাটা হতে নির্গত ধুয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কৃষিবিদগণের মতে নারিকেলের ডাব নষ্ট হওয়া অথবা ফলন কম হওয়ার বিভিন্ন কারন আছে। যেমন, গাছের বয়স বেশি হওয়া, কম ফলনযুক্ত জাত, পোকার আক্রমণ, পরাগায়ন সমস্যা, মাটিতে পরিমাণমতো রস না থাকা, অতিরিক্ত ফল ধারণ, ত্রুটিপূর্ণ ছাঁটাই, মাটির উর্বরতা সমস্যা ইত্যাদি। আজকাল অনেকে মনে করেন মোবাইল টাওয়ারের বিক্রিয়ার কারণে নারকেল গাছে নারকেল ধরে না এবং ধরলেও তার গায়ে বাদামী রঙের আঁচড়কাটা দাগ দেখা যায়, কচি নারকেল ঝরে পড়ে, ডাবে পানি থাকে না এবং আংশিক নারকেলের শাস দেখা যায়। এর কারণ কিন্তু কোন মোবাইল টাওয়ার নয়। এর আসল কারণ এরিওফিড নামের মাইটস (মাকড়), যা খালি চোখে আমরা দেখতে পারি না। এরা নারকেল গাছের কচি অংশে বাসা বাঁধে এবং গাছের রস শুষে খায়। ফলে নারকেল কচি অবস্থায় ঝরে পড়ে, আঁচড়ের দাগযুক্ত বিকৃত নারকেল জন্মায় এবং অপূর্ণাঙ্গ শাস ও পানিশূন্য নারকেল পাওয়া যায়। নারকেল চাষে এটা একটা বিরাট সমস্যা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ