Mh Sakil

Call

এন্ড্রয়েড ফোনের চার্জ থাকা বা না থাকা অনেক কিছুর উপর নির্ভর করে। আপনি সারাদিন কতক্ষণ ফোন ব্যবহার করেন, কিভাবে ব্যবহার করেন এসকল বিষয়গুলো মাথায় রেখে তারপর হিসাব করতে হবে

এন্ড্রয়েড মোবাইলের চার্জ তারাতারি শেষ হয়ে যাওয়ার কারন সমূহ -

১. আপনি যদি আপনার ফোনটি 2G নেটওয়ার্কে ব্যবহার না করে 3G নেটওয়ার্কে ব্যবহার করেন, তাহলে ব্যাটারির চার্জ তুলনা মূলক-ভাবে বেশি তারাতারি কমতে থাকবে।

২. অকারনে Wi-Fi চালু রাখলে সেটি কিছুক্ষন পরপর Wi-Fi নেটওয়ার্ক সার্চ করবে, যা দ্রুতই আপনার ফোনের ব্যাটারির চার্জ কমতে থাকবে।

৩. আপনি যদি আপনার ফোনের স্ক্রিন ব্রাইটনেস সবসময় ১০০% এ রেখে দেন তাহলে ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হবে।

৪. ফোনে Gmail এবং অন্য একাউন্ট সিনক্রোনাইজ করে রাখলে সেগুলো নির্দিষ্ট সময় পরপর আপডেট নেয় যাতে অনেক তারাতারি ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়।

৫. ফোনে অটো আপডেট চালু রাখলে এপ্লিকেশন গুলো আপনার অজান্তেই আপডেট নেবে, ফলে খুব দ্রুত চার্জ শেষ হয়ে যায়।

৬. অযথাই অনেকগুলো এপ্লিকেশন একসাথে মিনিমাইজ করে রাখলে সেগুলো আপনার ফোনের চার্জ এমনিই শেষ করে পেলবে।


★আর ব্যাটারির বয়স যত বেশি হবে ব্যাটারিটি তার ক্ষমতা হারিয়ে পেলবে, ফলে ব্যাটারিটির চার্জ বেশিক্ষন থাকবে না।

Talk Doctor Online in Bissoy App