আমার কুরআন শরীফের এক পাতায় ১১ লাইন ধরে তাহলে ১ পাতা পড়লে আনুমানিক কত সওয়াব পাবো ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কুরআন শরীফের শুধু এক পাতায় নেকি না, কোন পাতায় অক্ষর কম আবার কোন পাতায় অক্ষর বেশি। তাই হিসাব করাটা কঠিন। কোরআন তেলায়াতে প্রতিটা অক্ষরে দশ নেকি এভাবে হিসাব করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

অনুমান করে বলা যাবেনা। এটা জেনে রাখুন যে প্রত্যেক অক্ষরের জন্য ১০ নেকি। সে হিসেবে যা হয় তাই হবে তার সাওয়াব। সুতরাং অনুমান করে বলা সম্ভব নয়। একান্ত যদি আনুমানিক ধারনা নিতেই চান তবে এক পৃষ্ঠা গণনা করে ফেলুন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অনুমান করে বলা যাবে নাহ। কারন প্রত্যেক লাইনে হরফ এক নয়।কুর আন শরীফের একটি অক্ষর পরলে ১ নেকি।আর ১ নেকি ১০ নেকির সমান। যেমন: 'বিসমিল্লাহির রাহমানির রাহীম'(আরবী না দিতে পারার জন্য দু:খিত) এখানে ১৯ টি হরফ রয়েছে, তাই আপনি ১৯০ টি নেকি লাভ করলেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ