শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সরকারী পলিটেকনিক্যালো পড়তে গেলে যোগ্যতা লাগে যেমন গণিতে সর্বনিম্ন ৩পয়েন্ট পেতে হয় তবে স্থান ভেদে বেশি পয়েন্ট ও লাগতে পারে..এছাড়া,খরচ কম। বেসরকারীতে পড়তে গেলে যে কোনো রেজাল্ট হলে হয় তবে পলিটেকনিকের মান অনুযায়ী গ্রেড পয়েন্ট ও বিবেচনা করা হয়। বেসরকারী পলিটেকনিক্যালে পড়তে গেলে ব্যাপক খরচ হয়। এছাড়,দেশে হাতে গোনা কয়েকটা সরকারী পলিটেকনিক আছে যাতে পড়লে সরকারী ইজ্নিনিয়ারিং এ অনেক সুবিধা সহ বেসরকারী প্রতিষ্ঠান থেকে মোটা অংকের বেতন পাওয়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ