আমি যদি কাজি না ডেকে এবং কাগজ কলম ছাড়াই, মেয়ের অভিবাবক ও আমার অভিবাবক কে সাথে রেখে আমরা দুজনের সম্মতিতে, দেনমোহর নির্ধারণ করে একজন আরেকজনকে গ্রহণ করে নেই,তাতে কি বিয়ে হয়ে যাবে ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

জ্বী, ইসলামী শরীয়ত অনুসারে আপনাদের বিয়ে হয়ে যাবে। কেননা এখানে বিয়ের তিনটি শর্তই পাওয়া যাচ্ছে। ইসলামী আইন অনুসারে বিয়ে সঠিক হবার জন্য যে তিনটি শর্ত প্রযোজ্য তা হচ্ছে 1. ইজাব-কবুল 2. দেনমোহর 3. সাক্ষ্য।  আপনার বর্ণনা অনুসারে এই তিনটি শর্তই পূর্ণ হয়েছে, সুতরাং বিয়ে হবে। কিন্তু বাংলাদেশি আইন অনুসারে ও উভয়ের ভবিষ্যত নিরাপত্তা ও স্থায়ীত্বের স্বার্থে কাজীর নিকট ম্যারিজ রেজিস্ট্রি করে রাখাটাই উত্তম। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ