Call

খুব সহজেই এসিটোন দিয়ে সুপার গ্লুর জোড়া খোলা যায়। এসিটোন সাধারনত নেইল পালিশ রিমুভারের একটি উপাদান। তাই সুপার গ্লু লেগে গেলে নেইল পালিশ রিমুভার দিয়ে খোলার চেষ্টা করুন। সুপার গ্লু মোছার জন্য সাধারন কাগজ ( পেপার ) ব্যবহার করুন। কাগজ একমাত্র জিনিস যেটি সুপার গ্লুতে আটকে যাবে না। সুপার গ্লু আঠা লেগে যাওয়ার পর তা তুলতে গিয়ে যদি আপনি ব্যথা অনুভব করেন তাহলে ঐ ভাবে আর চেষ্টা করার দরকার নেই। আপনি যত তাড়া-তাড়ি সম্ভব সুপার গ্লু লাগা গরম স্থানটি একটি কাপড়ের মধ্যে সাবানের পানি দিয়ে ভিজিয়ে নিন l এতে করে গ্লু নরম হয়ে যাবে l অথবা যদি সম্ভব হয় তাহলে কোল ভিনেগার মিক্স করতে পারেন এর ফলে স্কিন এ লাগা গ্লু আসতে আসতে স্কিন থেকে সরে আসতে থাকবে। চামড়ায় যদি কোনো ধরনের খোসা পড়ে থাকে তাহলে খোসা ফেটে না ফেলার চেষ্টা করবেন এবং যদি খোসা ফেটে যায় তাহলেও খোসার চামড়া তুলবেন না l কারণ এই জাতীয় খোসা আপনার মধ্যে কোনো রকমের ব্যথার অনুভুতি হবে না ল আপনার হাতের চামড়া যদি স্পর্শকাতর হয়ে থাকে তাহলে Margarine বা উদ্ভিদের চর্বি থেকে তৈরী মাখন জাতীয় পদার্থ বা গ্রীস ব্যবহার করতে পারেন। তারপর যেমন ধূপির দোকানে ব্যবহার করে এমন যে কোনো ব্র্যান্ড এর ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন l আপনি ১/৪ কাপ ডিটারজেন্ট একটি কাপ এ মিক্স করে গ্লু দ্বারা আক্রান্ত স্থানটি ভিজিয়ে রাখুন তবে এ ক্ষেত্রে আপনাকে কম পক্ষে ২০ মিনিট অপেক্ষা করতে হবে কারণ ডিটারজেন্ট এর গুণগত মান পানিতে মিশতে ২০ মিনিটের মত সময় দরকার হয় l তারপর এক লিটার পানিতে ২ চা চামচ লবন মিশিয়ে ৩০ থেকে ৬০ সেকেন্ড পর আসতে আসতে হালকা ঘসে তুলে নিতে পারবেন ল তারপর সাবানের পানি দিয়ে আপনার ক্ষত স্থানটি ধুয়ে নিন তারপর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিন l তাতে ১ মিনিট পর আপনার হাতে লাগা গ্লু আসতে আসতে সরে যাবে তারপর হাত শুকিয়ে নিন। আশা করি সমাধান হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App