সেটা জায়েয। কেননা বাচ্চারা এগুলো দিয়ে মজা করবে বা খেলবে। তারাতো আর গান গাইবে না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কোরাআন হাদীসের রেফারেন্স বলতে পারব না। কারণ আমি আলেম নই। তাই রেফারেন্স মুখস্থ থাকে না। তারপরও বলি ইসলামে যেটা হারাম সেটা এক কথায় হারাম।

বাচ্চা থাকা অবস্থাতেই ইসলামী অনুশাসনে শিশুকে চালাতে হবে। তাহলে সে শিশুকালে এক নিয়ম আর বড় হয়ে ভিন্ন নিয়মের ঝামেলার শিকার হবে না। 
আপনি হয়তো চিন্তা করছেন বাচ্চা কান্না করে। এগুলো দিলে যদি থামে তাহলে ক্ষতি কি? আসলে ভিন্ন কিছু দেখলে তার brain সেটা নিয়ে ভাবে বলে হয়তো কান্না ছেড়ে সে ওটা নিয়ে ব্যাস্ত হয়ে যায়। কিন্তু ইসলামী পদ্ধতিতে বাচ্চাকে বাদ্য যন্ত্র দিতে পারবেন না। তার সামনে জিকির করতে পারেন। তাহলেই কান্না থেমে যাবে ইনশাআল্লাহ। 
আর যদি বুঝের বাচ্চার হাতে এসব দেয়া হয় তাহলে তো সে ভবিষ্যতে DJ অথবা গায়ক হবার স্বপ্ন দেখবে! 
কাজেই আমার জ্ঞান অনুযায়ী বলতে বললে বলব এসব কোন কিছু বাচ্চাদের দেওয়া হবে গুনাহর কাজ বা গুনাহর পথে পা বাড়ানো। ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ