পেইনোর বা পাইজা এইধরনের সাইটগুলাতে এক্যাউন্ট খুলতে গেলে অপশন আসে বিজনেস আর পার্সোনাল। - কেউ কি একটু বুঝিয়ে বলতে পারেন পার্সোনাল আর বিজনেস এক্যাউন্ট এর মাঝে পার্থক্য কি?
Share with your friends
Call

পার্থক্য টা খুব simple. বিজনেস একাউন্ট হল বেশি লেনদেন করার জন্য। আর কম লেনদেন হলে পার্সোনাল। 

আপনি যদি freelancer হন তাহলে personal account সিলেক্ট করুন। আর যাদের অনেক যায়গায় পেমেন্ট করা লাগে তারা বিজনেস একাউন্ট খুলবে। 
কারণ business account এ লেনদেনের লিমিট বেশি থাকে।
আমি প্রায় 4 বছর আগে সাইন আপ করেছিলাম। যতটুকু মনে পড়ে তখন আমার monthly লিমিট ছিল 500 ডলারের মত। এর বেশি লাগতো না।
আপনার জন্যেও এটাই ভাল হবে। Company সিলেক্ট না করে  personal সিলেক্ট করুন। 
আর company সিলেক্ট করলে নানান হাবিজাবি তথ্য চাইবে। Legal documents এর কপিও চাইতে পার verification এর জন্যে। আমি সে ব্যাপারে নিশ্চিত নই। যদি চায় তাহলে আপনি কোথায় পাবেন? তাই নিশ্চিন্তে personal account খুলে ফেলুন। ধন্যবাদ।
Talk Doctor Online in Bissoy App