আমি 300 টাকার ফাকা স্টাম্পে সই দিয়েছি বাচার উপায় কি
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সই যখন দিয়েছেন সেক্ষেত্রে বাঁচার উপায় দেখিনা। কারণ stamp এর মালিক যদি কিছু লিখে আপনার উপর চাপিয়ে দেয় তাহলে আইন সেটা মানতে বাধ্য। সেখানে আপনি লেখার আগে সই দিয়েছেন না পরে সেটা বলে লাভ নেই।  তবে কোন ঝামেলায় পড়লে আপনি হয়তো বলবেন সই আপনার না, অথবা আপনি সচেতন অবস্থায় সই দেননি, কিংবা আপনাকে force করা হয়েছে সই দিতে, আপনাকে ভুল বুঝিয়ে সই করানো হয়েছে।  কিন্তু এসব বলে পাড় পাওয়া মুশকিল। আর বেশি উল্টোপাল্টা বললে আপনি আরো ফেসে যেতে পারেন। ঠিক কি ধরনের কথা দলিলে লেখা হবে তার উপরেই নির্ভর করছে আপনি কোন কাজটি করবেন। আর সেটার উপরই নির্ভর করছে যে আপনি বাঁচতে পারবেন না ফেসে যাবেন।  ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকাই হবে বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ