বিট লকার দিয়ে পিছির ড্রাইভ অনেক দিন ধরে lock করে রাখলে কনো ধরনের problem  হতে পারে কি ? hard drive এর কনো ক্ষতির সম্ভবনা থাকে কিনা!!


Share with your friends
হেডিং এ বানান ভুল লিখছেন।
বিটলকার দিয়ে হার্ড ড্রাইভ লক করা সবচেয়ে নিরাপদ। কোনো ক্ষতির প্রশ্নই আসে না কারনে এটা স্টক সফটওয়্যার মাইক্রোসফট কোম্পনীর তৈরী। তবে যদি পাসওয়ার্ড ভুলে যান অবশ্যই বেকআপ পিন সংরক্ষন করতে হবে যা কিনা আপনি ড্রাইভ লক করার সময় পাবেন । বেকআপ পিনটি সেফ জায়গায় রাখুন। 
Talk Doctor Online in Bissoy App