mdolihasan

Call

সাহাবীদের জিবনী পড়বেন । যেই বিষয়ে সন্দেহ লাগে সেই বিষয় নি উলামায়ে কেরামের সাথে আলাপ-আলোচনা করতে পারেন । আর আপনার কলভ পরিষ্কার করা প্রয়োজন । তাহলে আর কোন বিষয়ে সন্দেহ হবে না । এর জন্য আপনাকে সর্বদাই জিকির করতে হবে । মনের রোগ ঠিক করতে জিকিরের বিকল্প নেই ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

এসব বিষয়ে সন্দেহ সৃষ্টি করা শয়তানের কাজ। সন্দেহটা যদি সন্দেহের পর্যায়েই থাকে তাহলে বেশি বেশি ইস্তেগফার + দুরুদ শরিফ পড়তে থাকেন ইনশাআল্লাহ সমাধানে এসে যাবেন। সাবধান! সন্দেহ যেন একীন বা বিশ্বাস পর্যায়ে না চলে যায়, তাহলে নাস্তিকীয় কাতারে চলে যাবেন। (আল্লাহ আমাদের সীরাতে মুস্তাকীমের পথে পরিচালিত করুন। আমীন)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি মনে এই ধরনের চিন্তা আস্তেই দিবেন না। যদিও আসে তাহলে বেশি বেশি যিকির করবেন। নামাযের প্রতি যত্ন বান হবেন। কুরানের তাফসির পড়বেন। বিশেষ করে যে সব আয়াতে আখেরাতের বিষয়ে বর্ণনা দেয়া হয়েছে  সে গুলো যত্ন সহকারে পড়বেন। বেশি বেশি কবর জিয়ারত করবেন। আল্লাহর নিকট দোয়া করবেন। আশা করি আল্লাহপাক আপনার সন্দেহ দূর করে দিবেন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ