শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আসল সোনা চেনার উপায়- ♦♦ সোনার রং কখনওই ঘাম কিংবা অন্যান্য কসমেটিক গয়নার সংস্পর্শে এলে পরিবর্তিত হয় না। ♦♦ সবসময় মনে রাখবেন, আসল সোনা মসৃন হয়। ১৮ ক্যারেটের সোনার তুলনায় ২২ ক্যারেট সোনা অনেক বেশি মসৃন হয়। ♦♦ যদি আপনার সোনার গয়নাটি জলে ভাসে, তাহলে বুঝবেন ওটি নকল। ♦♦ আসল সোনার গয়নায় কখনওই মরচে পড়ে না। ♦♦ কোনও সোনার গয়না ত্বকের ক্ষতি করে না। যদি কোনও সোনার গয়না পরে আপনার চর্মরোগ হয়, তাহলে বুঝবেন গয়নাটি আসল সোনার তৈরি নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ