শেয়ার করুন বন্ধুর সাথে
Call

একটি জীব হতে আসে অন্যটি নয়! একটিতে কার্বন হাইড্রোজেন বন্ধন থাকবে, অন্যটিতে থাকতেও পারে নাও থাকতে পারে!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জৈব ও অজৈব যৌগের মধ্যে দুটি বৈসাদৃশ্য নিচে উল্লেখ করা হলোঃ

১.সমস্ত জৈব যৌগের অণুতে কার্বন  থাকবেই । যেমন: CH4, C2H3OH ইত্যাদি। অথচ অজৈব যৌগের অণুতে কার্বন থাকতে পারে আবার নাও থাকতে পারে । অজৈব যৌগ সব রকম মৌল দিয়ে গঠিত হতে পারে । যেমন: NH3CO2 ইত্যাদি ।

২.সমযোজী বন্ধনের দরুন জৈব যৌগের বিক্রিয়া মন্থর হয় । অপরপক্ষে আয়নিক বন্ধনের দরুন অজৈব যৌগের বিক্রিয়া দ্রুত হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ