আমি ২০১৭ সালে এসএসসি দিয়ে পাস করি।পরবর্তী তে আমি ডিপ্লোমা সেক্টরে পড়ালেখা করার সিদ্ধান্ত নেই।আমি ঢাকা আইএইচটি তে ম্যাটস এর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই।এবং আমি বেসরকারি একটি ইন্সটিটিউট থেকে চার বছর মেয়াদী ডেন্টালের ডিপ্লোমা তে ভর্তি হয়েছি।আমি কি সেটা কম্পলিট করে নিজস্ব চেম্বার দিয়ে প্র‍্যাকটিস করতে পারব?নাকি আইনি ঝামেলার মুখে পড়ব?


শেয়ার করুন বন্ধুর সাথে
একমাত্র BDS ছাড়া অন্য কেউ ডেন্টাল চেম্বার করতে
পারবে না। যদি করে তাহলে সেটা বাংলাদেশের আইনে
দন্ডনিয় অপরাধ। আমার চাচাতো ভাই ডেন্টালে ডিপ্লোমা
শেষ করে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে bsc শেষ
করেছে কিন্তুু bmdc registration ছাড়া কোথাও ডেন্টাল
চেম্বার করতে পারছে না বেচারা বর্তমানে খুব মানবেতর
জীবন যাপন করছে। অতএব জীবন খুব মুল্যবান তাই
কিছু করার আগে হাজার বার ভাবুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ