NiloyFardin

NiloyFardin

NiloyFardin

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 2.41k বার দেখা হয়েছে | এই মাসে 2.41k বার
2 টি প্রশ্ন দেখা হয়েছে 2.41k বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

আমি প্রেমের ভবিষ্যত নিয়ে চিন্তিত?

আমার একটি মেয়ের সাথে ১ বছরের রিলেশন।মেয়েটির জীবনে আমি প্রথম পুরুষ।তার বয়স ১৬।আমরা রিলেশনের শুরু থেকেই বিয়ে পর্যন্ত নিয়ে যাবার বিষয়ে বদ্ধ পরিকর।তো সে এখন ফ্যামিলি তে আমার বিষয়ে ধরা পরার পর বেশ কয়েক মাস ধরে চাপে আছে।তাকে ঘন ঘন লজ্জা দেয়া হয়।সন্দেহ করা হয়।এর মধ্যে ও রিলেশন টিকিয়ে রেখেছে।

কিন্তু এই এক বছরে আমাদে মধ্যে তিনবার প্রায় বিচ্ছেদ হয়ে যাচ্ছিল।প্রথমে,রিলেশনের বয়স যখন মাস চারেক,তার পরিবারের সবাই জানাজানি হয়ে যাবার জন্য।সে ব্রেকয়াপ করার সিদ্ধান্ত নেয়।কিন্তু ব্রেকয়াপ করে নি।পরে আমার কাছে এটার জন্য ক্ষমা চায়।কয়েক মাস এভাবে যায়,আমাদের প্রেম আরো গাঢ হয়,শারিরীক ভাবেও ঘনিষ্ঠ হই।প্রেমের বয়স যখন নয় মাস,আবার ও মনোমালিন্য থেকে ব্রেকয়াপ এর সিদ্ধান্ত,সেবার আমি বুঝিন্যে শুনিয়ে সম্পর্ক টিকিয়ে রাখি।ইদানিং,তার ভাই তাকে নানারকম চাপ দিচ্ছে আমার সাথে সম্পর্ক ভাংতে।সে তার পরিবারে আবারো জানায়।দুই তিন মাস যাবত সে বাধা হহয়ে দাড়িয়েছে।তাকে সন্দেহ করে,পাহারায় রাখে।তবু আমার প্রেমিকা রিলেশন চালিয়ে নেনেয়।ইদানিং তার ভাই তাকে চরম ভাবে সতর্ক করে।এছাড়া ও আমাদের মধ্যে ও কিছুটা রাগারাগি ছিল।সে ব্রেকয়াপ করার সিদ্ধান্ত নেয় এই নিয়ে তিনবার।তাকে কারন জিজ্ঞেস করলে সে বলে পারিবারিক সমস্যা।আমাদের দুজনের যোগাযোগ করলেই বিপদ। আর আমি ও যোগাযোগ কম করলে রাগারাগি করতাম।তাই সে ব্রেকয়াপ এর ডিসিশন নিছে।পরে তাকে বুঝালাম আবারো।কথা দিলাম তার সুবিধা অনুযায়ী যোগাযোগ হবে।

পরে সে রিলশন রাখবে সিদ্ধান্ত নেয়।

আমার চিন্তা হচ্চে,এ নিয়ে তিনবার বিচ্ছেদ হতে হতে ও হল না।এর মানে কি দাড়াচ্ছে?তার ভেতর কি আমার জন্য ভালবাসা আগের মত নেই?আর বিয়ে করার ইচ্ছে টা তার বেশি ছিল।তা ও কি চলে গেছে এখন?

ভাই বোনেরা যারা বিষয় টা বুঝেছেন দয়া করে আমাকে সমাধান দিন।কারন এই চিন্তা আমাকে প্রায় যন্ত্রনা দেয় 

0 likes | 2993 views

ডেন্টালে ডিপ্লোমা করার পর এর ভবিষ্যত কি?

আমি ২০১৭ সালে এসএসসি দিয়ে পাস করি।পরবর্তী তে আমি ডিপ্লোমা সেক্টরে পড়ালেখা করার সিদ্ধান্ত নেই।আমি ঢাকা আইএইচটি তে ম্যাটস এর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই।এবং আমি বেসরকারি একটি ইন্সটিটিউট থেকে চার বছর মেয়াদী ডেন্টালের ডিপ্লোমা তে ভর্তি হয়েছি।আমি কি সেটা কম্পলিট করে নিজস্ব চেম্বার দিয়ে প্র‍্যাকটিস করতে পারব?নাকি আইনি ঝামেলার মুখে পড়ব?

0 likes | 2705 views