Mh Sakil

Call

অ্যালার্জি হলে নানা ধরনের লক্ষণ দেখা দেয়। যেমন -

*বারবার হাঁচি হওয়া, সর্দি লাগতে পারে।

*চোখ থেকে পানি পড়া, চোখ চুলকানো, লাল হয়ে যাওয়া ইত্যাদি অ্যালার্জির লক্ষণ।

*দিনের নির্দিষ্ট সময় নাক বন্ধ হয়ে যাওয়া।

*পেটের নানা গণ্ডগোল দেখা দেওয়া। বিশেষ করে ডায়রিয়া হওয়া।

*নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া।

*শরীরে দানা, গোটা, চাকা ইত্যাদি বের হওয়া।

*জ্বর আসা, বমি বমি লাগা।

*গলা, জিভ শুকিয়ে আসা, গলা খুশখুশ করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ