এটি জায়েজ নাকি নাজায়েজ ইসলামের দৃষ্টিতে জানতে চাই।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call
হারাম কাজ করা যেমন হারাম। অন্যকে পথ দেখানোও
হারাম। হারাম কাজে সহযোগিতা করাও হারাম।
সুতরাং মেমোরীতে ইসলামী জায়েজ সংগীত,
ওয়াজ ও কুরআন তিলাওয়াত লোড করে দেয়া জায়েজ
হবে। কিন্তু হারাম, গান, সিনেমা, নাটক ইত্যাদি লোড করা
সম্পূর্ণরূপে হারাম। এ থেকে উপার্জিত অর্থও হারাম
হবে।
তাই এহেন কাজ থেকে বিরত থাকা একান্ত কর্তব্য।
ﻭَﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍ ﻋَﻠَﻰ ﺍﻟْﺒِﺮِّ ﻭَﺍﻟﺘَّﻘْﻮَﻯٰۖ ﻭَﻟَﺎ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍ ﻋَﻠَﻰ ﺍﻟْﺈِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِۚ ﻭَﺍﺗَّﻘُﻮﺍ
ﺍﻟﻠَّﻪَۖ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ ‏[ ٥: ٢
সৎকর্ম ও আল্লাহ ভীতিতে একে অন্যের সাহায্য
কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের
সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ
তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
ﻣَﻦْ ﺳَﻦَّ ﻓِﻲ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﺳُﻨَّﺔً ﺣَﺴَﻨَﺔً، ﻓَﻌُﻤِﻞَ ﺑِﻬَﺎ ﺑَﻌْﺪَﻩُ، ﻛُﺘِﺐَ ﻟَﻪُ ﻣِﺜْﻞُ ﺃَﺟْﺮِ
ﻣَﻦْ ﻋَﻤِﻞَ ﺑِﻬَﺎ، ﻭَﻟَﺎ ﻳَﻨْﻘُﺺُ ﻣِﻦْ ﺃُﺟُﻮﺭِﻫِﻢْ ﺷَﻲْﺀٌ، ﻭَﻣَﻦْ ﺳَﻦَّ ﻓِﻲ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ
ﺳُﻨَّﺔً ﺳَﻴِّﺌَﺔً، ﻓَﻌُﻤِﻞَ ﺑِﻬَﺎ ﺑَﻌْﺪَﻩُ، ﻛُﺘِﺐَ ﻋَﻠَﻴْﻪِ ﻣِﺜْﻞُ ﻭِﺯْﺭِ ﻣَﻦْ ﻋَﻤِﻞَ ﺑِﻬَﺎ، ﻭَﻟَﺎ
ﻳَﻨْﻘُﺺُ ﻣِﻦْ ﺃَﻭْﺯَﺍﺭِﻫِﻢْ ﺷَﻲْﺀٌ
যে ব্যক্তি ইসলামে কোন ভাল রীতির প্রচলন
করবে এবং পরবর্তীকালে সে অনুযায়ী আমল করা
হয় তাহলে আমলকারীর সাওয়াবের সমপরিমাণ সাওয়াব তার
জন্য লিপিবদ্ধ করা হবে। এতে তাদের সাওয়াবের
কোন রূপ ঘাটতি হবে না। আর যে ব্যক্তি ইসলামে
কোন কুরীতির (মন্দ কাজের) প্রচলন করবে এবং
তারপরে সে অনুযায়ী আমল করা হয় তাহলে ঐ
আমলকারীর মন্দ ফলের সমপরিমাণ গুনাহ তার জন্য
লিপিবদ্ধ করা হবে। এতে তাদের গুনাহ কিছুমাত্র হ্রাস
হবে না।[সহীহ মুসলি, হাদীস নং-৬৭৪১, ইফা, হাদীস
নং-৬৫৫৬]

From: ahlehaqmedia.com 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ