ব্যবসা একেক জন একেক পলিসিতে করে, কেউ উৎপাদন করে বিক্রি করে, আবার কেউ কিনে তা বিক্রি করে, তবে যারা উৎপাদন করে তাদের লস হয়না বললেই চলে তাই আপনিও উতপাদন মুখি ব্যবসা করুন, অল্প টাকায় নিজের কারখানা দিয়ে।

অনেক ব্যবসাই করতে পারেন, তবে অল্প টাকায় আপনি উৎপাদন মুখি ছোট কারখানা দিতে পারেন।

১- স্যান্ডেল তৈরি ২০-২৫ টাকা বিক্রি ৫০-৮০ টাকা

২- কলম তৈরি ১.৭০-২.৩০ পয়সা বিক্রি ৩.৫০-৩.৭০ পয়সা

৩- মশার কয়েল তৈরি প্যাকেট২০- ২৫ টাকা বিক্রি ৩০-৩৫  টাকা

এমন হাজার ব্যবসা আছে আপনি করতে পারেন, মেশিন কিনে আপনি একা বা আরেক জন লোক রেখে বাসা বারিতেই শুরু করতে পারেন এই সব ব্যবসা।


বিস্তারিত দেখতে পাবেন- এই সাইটে 


ভিডিও দেখতে ক্লিক করুন এই চ্যানেলে

এই রকম অনেক ছোট বড় ব্যবসাই আছে, যা বর্ত্মানে লাভ জনক,  আশা করি আপনার ব্যবসায়ী যাত্রা শুভো হোক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি সবজির ব্যাবসা করতে পারেন ৫০ হাজার টাকা দিয়ে

শুরু করতে পারেন। এতে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি।

এখন শীত কাল দেশের প্রত্যান্ত গ্রাম থেকে কম দামে সবজি

কিনে এনে সে গুলা ঢাকা তে বা সিলেটে বেশি দামে বিক্রয়

করে লাভবান হতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
amirupu

Call

ব্রয়লার পালন করা বর্তমানএ লাভ জনক। প্রায় ৫০০০০-৬০০০০ টাকায় ১৮ মাসে লাভ প্রায় ৩০০০০ টাকা হবে। খাবার কম্পানির লোকেরা  এসে দিয়া যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ভাই আপনি যেহেতু টাকার কথা উল্লেখ করেননি তারপরও আমি আপনাকে একটি লাভজনক ব্যবসার কথা বলব।
বর্তমান ছোট বড় সব বাজারেই টিস্যু ব্যাগ এর প্রয়োজন। বাজারের বেশিরভাগ দোকানিরা এই ব্যাগ ব্যাবহার করে। বেশিরভরগ কাপড়ের দোকানে ব্যবহার হয। আনুমানিক এক লক্ষ টাকা পুজি নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। আপনি টিস্যু ব্যাগ তৈরি করার জন্য একজন কারিগর রাখবেন এবং আপনি নিজে বিভিন্ন দোকানে প্রথমে আপনি আপনার থানার সকল দোকানে পরবর্তীতে ধীরে ধীরে আপনার এরিয়া বাড়াবেন।আপনি ঢাকায় বিভিন্ন দোকানে (ইউটিউবে সার্চ  করলে বিভিন্ন দোকানের বা প্রতিষ্ঠানের ঠিকানা পাবেন) ব্যাগ তৈরির মেশিন, তৈরি করার পদ্ধতি এবং কাচামাল কিনতে পারবেন। অনেক লাভজনক একটা ব্যবসা।
পরবর্তীতে আপনি এই ব্যবসা দেখিয়ে ব্যাংক থেকে বড় আকারের লোন নিতে পারবেন এবং আরো বিভিন্ন আইটেম এর কারখানা করতে পারবেন।
জানিনা আমার দেওয়া আইডিয়া আপনার কেমন লাগবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ