আমার আন্ড্রাইড ফোনে ডাওনলোড দিতে দিতে যদি ওই ব্রাওজার থেকে বেরহয়ে যাই তাহলে আর ডাওনলোড হয় না আফফ হয়ে যাই,সব ব্রাওজারেই একই সমস্য।ডাটা আন থাকলেও মেসেনজার আফ লাইনে থাকে এমন হবার কারন কি কারো জানা থাকলে একটু জানাবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

ডাউনলোড শুরু করে

ব্রাউজার exit করলে

ডাউনলোড বন্ধ হয়ে যাবে।

এটা সকল ব্রাউজারের ক্ষেত্রেই

প্রযোজ্য। এক্ষেত্রে আপনার করণীয়

হচ্ছে আপনি ডাউনলোড শুরু

করে ব্রাউজার exit না করে মিনিমাইজ

করে রাখুন। তাহলেই আর ডাউনলোডে

সমস্যা হবে না। ডাউনলোড ছেড়ে দিয়ে

অন্যান্য কাজ করতে পারবেন। আর

messenger হচ্ছে অটো স্টার্ট এপ্স।

নেট কানেকশন দেওয়া মাত্রই

মেসেঞ্জার চালু হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

Uc browser ব্যবহার করুন সমস্যা হবে না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ