উল্লেখ্য যে আমি একাদশ শ্রেনিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করি। রাজনীতিতে আমার ব্যাপক আগ্রহ। এমতাবস্থায় আমি কিভাবে রাজনীতিতে যোগদান করতে পারি? আর এর জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যদি লেখা পড়া শেষ করে চাকুরী করতে চান তাহলে এই চিন্তা বাদ

দিন।আমার দেখা মতে যে এই রাজনীতি তে গেছে তার লেখা পড়া

সব মাথয় উঠে গেছে।

কারনঃ রাজনীতি করতে হলে সব সময় নেতাদের সাথে বেড়াতে হয়

লেখা পড়ার সময় পাওয়া যায় না। যার ফলে সে যতই ভালো ছাত্র হোক

না কেন রেজাল্ট করতে পারেন না।

তাই আপনাকে বলছি আপনার সামনে উজ্জ্বল ভবিষৎ আছে। সে টাকে

নষ্ট করেন না।

রাজনীতিতে প্রবেশের উপায়/পথঃ

আপনি কলেজ ছাত্র আপনার পক্ষে রাজনীতিতে আসা সহজ।

প্রথমে কলেজের যে ছাত্রলীগ আছে সেটাতে যোগ দিন

নেতাদের সাথে চলতে থাকুন।তাদের কথা মেনে চলুন।সুন্দর ব্যাবহার 

করুন।ছাত্রলীগ এর যে নিয়ম গুল আছে সে গুলা মেনে চলুন।

আপনি যদি নেতার পছন্দের হতে পারেন।তাহলে আপনাকে কোন

একটি পদ দিতে পারেন নেতা।

আশা করি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ