ইসলামি আইন অনুযায়ী অসিয়ত বা উইল এর সাধারণ কিছু রুলস: ১. সম্পদের এক-তৃতীয়াংশের চেয়ে বেশি অসিয়ত করা যায় না। করলেও কার্যকর হবে না। তবে তার অন্যান্য ওয়ারিশ যদি এই অসিয়তের ওপর সন্তুষ্ট থাকে এবং মেনে নেয়, তাহলে এটা কার্যকর হবে। কিন্তু বর্তমান সমাজে উইলের নামে যেভাবে সম্পূর্ণ সম্পত্তি কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়, এটা সম্পূর্ণ নাজায়েজ। কারণ, এতে অন্যান্য ওয়ারিশের হক নষ্ট করা হয়। ২. কোনো ওয়ারিশের জন্য অসিয়ত করা যাবে না। তবে এক্ষেত্রেও অন্যান্য ওয়ারিশ যদি বিষয়টাকে মেনে নেয়, তাহলে অসিয়ত কার্যকর হবে। ৩. কাফিরের জন্যও অসিয়ত করা জায়েজ আছে। ৪. গর্ভস্থ সন্তানের জন্যও অসিয়ত করা জায়েজ আছে। ৫. অসিয়ত কার্যকর হওয়ার জন্য অসিয়তকারী বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত। নাবালেগের অসিয়ত কার্যকর হবে না। ৬. অসিয়তকারী ইচ্ছে করলে জীবদ্দশায় নিজের অসিয়ত থেকে ফিরে আসতে পারে। অর্থাৎ, অসিয়তকে প্রত্যাহার করে নিতে পারে। এমতাবস্থায় তার অসিয়তটা বাতিল বলে গণ্য হবে। [বিস্তারিত দেখুন: আল-হিদায়া : চতুর্থ খণ্ড]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ