Call

যেহেতু ইংরেজি বিদেশি ভাষা, তাই শিখতে একটু কষ্ট হবে।

তবে, চেষ্টা করলে, সব সম্ভব। এ জন্য যা যা করতে হবে।

  1. বেশি বেশি Vocabulary তথা শব্দভাণ্ডার আয়ত্ব করতে।
  2. প্রতিদিন কারো সাথে ইংরেজি তে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করুন।
  3. গ্রামারের বেসিক গুলো আয়ত্ব করুন।
  4. ইংরেজি সংবাদপত্র, গল্প বা রচনা পরুন।
  5. ফেসবুকে Search English গ্রুপে এড হোন।
  6. নিজে নিজে প্রতিটি কথা বলতে ইংরেজিতে বলতে চেষ্টা করুন। 
উক্ত নিয়ম মেনে চললে, আশাকরি শীঘ্র ইংরেজি ভাষায় উন্নতি লাভ করতে পারবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইংরেজী ভাষা শেখার জন্য প্রচুর ইংরেজী চর্চা করতে হবে।বাজারে ইংরেজী থেকে বাংলা অনুবাদের বই পাওয়া যায়।যেগুলো অনুশীলন করতে পারেন।তাছাড়া ইংরেজি প্যারাগ্রাফ,রচনা ও পত্র ইত্যাদি অর্থ সহকারে পড়তে পারেন।ইংরেজী সিনেমা,পত্রিকা পড়তে পারেন।উপরোক্ত বিষয়গুলো অনুসরন করুন।আপনার ইংরেজী শেখা অনেকটা সহজ হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইংরেজী ভাষা শিখতে হলে আপনাকে প্রচুর পরিমাণ শব্দার্থ জানতে হবে |এবং গ্রামার সম্পর্কে ধারণা রাখতে হবে | যেমন প্রবাদ আছে, "যে না জানে ব্যকরণ তার পড়া অকারণ" | তবে একটা কথা, আপনাকে অনেক বেশী ইংরেজী ভাষা শুনতে হবে | কারণ, আপনি জন্মের পর বাংলা জানতেন না | কিন্তু মানুষের মুখে শুনার মাধ্যমেই আপনি বাংলা শিখে ফেলেছেন | এরজন্য আপনাকে ছোটবেলায়, লেখা পড়া করতে হয়নি। অতএব, বেশী পরিমাণে ইংরেজী ছবি বা টেপ রেকর্ড শুনূন। এবং বন্ধুদের সাথে কথা বলার চর্চা করুন। আশা করি ফলাফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ