শেয়ার করুন বন্ধুর সাথে

সরকার বা কোম্পানির ইসু্যকৃত বন্ড বা সিকিউরিটি বা অন্যান্য ঋণপত্রেরও বিভিন্ন গ্রেডিং থাকে। অর্থলগি্নর পরিভাষায় একে বলে ক্রেডিং রেটিং বা স্রেফ রেটিং বা বন্ড রেটিং।বিশ্বের সর্বত্র বিনিয়োগকারীরা রয়েছে_ ছোট থেকে বড় এবং মিলিয়নিয়ার থেকে বিলিয়নিয়ার। যেভাবেই হোক না কেন তাদের হাতে বিপুল অঙ্কের অর্থ থাকে এবং সেই অর্থ তারা বিভিন্ন কোম্পানি বা গোষ্ঠী থেকে শুরু করে সরকার পর্যন্ত সবাইকে ঋণ দিয়ে অধিক অর্থ উপার্জন করতে চায়। এই ঋণগ্রহীতা সরকার হোক বা কোম্পানি হোক সুদসমেত সেই ঋণের টাকা ফেরত দেয়। এই ঋণ দেয়া নেয়ার কাজটা করা হয় বন্ড বা সিকিউরিটির আকারে। এর মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেৰে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত দেয়ার অঙ্গীকার থাকে। যারা ঋণ নেয় তারা বন্ড বা সিকিউরিটি ইসু্ করে। 

এটাই বন্ড রেটিং 




ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ