শেয়ার করুন বন্ধুর সাথে
shohanrand1

Call

ব্যাটারির রেটিং সাধারণত অ্যাম্পিয়ার আওয়ারে প্রকাশ করা হয়। ব্যাটারির ডিসচার্জিং কারেন্ট এবং ডিসচার্জিং কারেন্ট যত ঘন্টা লোডে সরবরাহ করতে পারবে তার গুণফল। ব্যাটারির রেটিং ব্যাটারির গায়ে লেখা থাকে। এর রেটিং প্লেটের আকার এবং দ্রবণের পরিমাণের উপর নির্ভর করে। একটা ব্যাটারি যদি 24 অ্যাম্পিয়ার আওয়ারের হয়, তবে 1 অ্যাম্পিয়ার হারে 24 ঘন্টা ধরে লোডে সরবরাহ করতে পারবে অথবা 2 অ্যাম্পিয়ার হারে 12 ঘন্টা ধরে লোডে সরবরাহ করতে পারবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ