মাঝে মাঝে ফেসবুকে অথবা মোবাইলে এরকম মেসে দেয় যে সেখানে কিছু দোয়া থাকে আর লিখা থাকে এই মেসেজ এত জনকে পাঠান তাহলে এত দিনের মধ্যে ভালো খবর পাবেন আর যদি না পাঠান তাহলে ক্ষতি হবে বা ২০বছরেও কুন ভালো খবর পাব না। এরকম মেসেজ আসলে কি করব?
শেয়ার করুন বন্ধুর সাথে

এগুলো সম্পূর্ণ ভুয়া এবং ঈমান বিধ্বংসী মেসেজ। ইসলামের সাথে এগুলোর কোনোই সম্পর্ক নেই। এগুলোতে বিশ্বাস করাও ঠিক নয় এবং কাউকে পাঠানোও ঠিক নয়। নিচের লিংকের পোস্টটি পড়ুন: https://mobile.facebook.com/story.php?story_fbid=1212598232136077&id=532221273507113&refid=17&_ft_=top_level_post_id.1212598232136077%3Atl_objid.1212598232136077%3Athid.532221273507113%3A306061129499414%3A2%3A0%3A1496300399%3A-5061030326618399400 . এগুলো পেলে ডিলিট করে দেবেন। কাউকে পাঠাবেন না। আর আপনার কাছে যে পাঠিয়েছে, তাকে নিষেধ করে দেবেন। এবং পারলে উপরের লিংকের স্ট্যাটাসটিও তাকে পড়তে দেবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ