আউট‌সো‌র্সিং এর জন্য কোন কোর্স আছে কি, আম‌া‌কে কি ক‌োন কোর্স কর‌তে হ‌বে, সেটা কিভা কর‌বো এর খরচ কেমন পর‌বে ?
শেয়ার করুন বন্ধুর সাথে

হ্যা. আউটসসিং এর জন্য কোর্স আছে. আপনি চাইলেই যেকোন একটি বা একাধিক বিষয়ের উপর কোর্স করতে পারেন. এজন্য আপনার কিছু টাকা খরচ হতে পারে. তাছাড়া ইউটিউবে অনেক টিউটরিয়াল আছে যা দেখে আপনি শিখতে পারবেন. তবে আপনাকে আগে ঠিক করতে হবে আপনি কি কাজ করতে চান. উক্ত বিষয়ের উপর পনেরো থেকে উপরের দিকে টাকার মধ্যে ভাল কোর্স করতে পারবেন. একটা কথা মনে রাখবেন যে সস্তা কলায় চিরে নষ্ট, তবে টাকা বেশি দিলেই ভাল কলা মিলবে এমন টা নয়.বুঝে শুনে করতে হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আউটসোর্সিং তথা ফ্রিল্যান্সিং শব্দের মূল অর্থ হল মুক্ত পেশা। অর্থাৎ মুক্তভাবে কাজ করে আয় করার পেশা। আর একটু সহজ ভাবে বললে, ইন্টারনেটের ব্যাবস্থার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেয়। নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে এসব কাজ করানোকে আউটসোর্সিং বলে। যারা আউটসোর্সিংয়ের কাজ করে দেন, তাঁদের ফ্রিল্যান্সার বলে। এখন এই কাজগুলি কি ? আউটসোর্সিং সাইট বা অনলাইন মার্কেট প্লেসে কাজগুলো বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। যেমন: ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং ও তথ্যব্যবস্থা (ইনফরমেশন সিস্টেম), লেখা ও অনুবাদ, প্রশাসনিক সহায়তা, ডিজাইন ও মাল্টিমিডিয়া, গ্রাহকসেবা (Customer Service), বিক্রয় ও বিপণন, ব্যবসাসেবা ইত্যাদি। এইসকল কাজগুলি ইন্টারনেট ব্যাবস্থার মাধ্যমে করে দিতে পারলেই অনলাইনে আয় করা সম্ভব। এছাড়াও আরও বিভিন্ন ধরনের উন্নত ধরনের কাজ করারও ব্যাবস্থা আছে আউটসোর্সিং জগতে। কিন্তু আমাদের দেশের কিছু অসাধু ব্যাবসায়ী সাধারণ মানুষকে ধোকা দিয়ে নানা পদ্ধতির মাধ্যমে আউটসোর্সিং করে আয় করার সহজ উপায়ের নামে মানুষকে ধোকা দিচ্ছে। বাস্তবে উপরে উল্লিখিত কাজগুলো অথবা এইরকম কারিগরি কাজে দক্ষতা থাকলেও কেবল আউটসোর্সিং জগতে ভাল আয় করা সম্ভব। কোনপ্রকার দক্ষতা ছাড়া এবং আউটসোর্সিং সম্পর্কে ভাল জানাশোনা না থাকলে ধোকা খাওয়া ছাড়া আর কোন উপায় নাই। আপনার করনীয় কয়েক টি কাজ যা না জানলে আপনি আউটসোসিং পারবেন না। . অফিস কোর্স (২০০৭ বা ২০০৪)বিশেষ করে : Ms word. . বেসিক ইন্টারনেট . সাধারণ ইংরেজি জ্ঞান . কম্পিউটারের সঠিক ব্যবহার আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কোর্স” টি-তে যে বিষয়গুলার উপর আলোচনা হয় ১) ফ্রিল্যান্সিং কি এবং কি কি ধরনের কাজ কি পরিমানে আছে, আপনার জন্য উপযুক্ত কাজ কোনটি? ২) ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে নিজেকে প্রস্তুত করবেন। ৩) সঠিক ভাবে বিড করার কৌশল, প্রোফাইল ৯০%-১০০% ভাগ যেভাবে সম্পন্ন করবেন। ৪) odesk.com ও freelancer.com এর বিভিন্ন অংশের পরিচিতি। ৫) ওয়েব-সাইট কম্পিটিটর এনালাইসিস এবং গুগোল এডসেন্সের মাধ্যমে আয়ের উপায়। ৬) ওয়েব ডেভলপমেন্ট, গ্রাফিক্স, লোগো ডিজানিং, ইমেজএডিটিং এর মধ্যামে আয়ের উপায়। ৭) আপনার প্রোফাইল এর পোর্টফোলিও পেজটি যেভাবে পরিপুর্ন করবেন। ৮) ব্লগস্পট সাইটে যেভাবে আয় করবেন। ৯) কভার লেটারএবং ওয়ার্কসাবমিশন শেখা। সবচে ভাল হবে যদি আপনি এই ট্রেনিং সেন্টারে সময় না দিয়ে নিজে নিজে অনলাইন হতে শেখেন।এটি আপনার ফ্রীলান্সিং এ সাহায্য করবে।আপনি টেকটিউনস (www.techtunes.com.bd) এর সাহায্য নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ