এই টাকা আপনি খরচ করতে পারবেন না এখন, এবং মসজিদেও দিতে পারবেন না। আপনি এই টাকার মালিক কে খুজুন, ইসলামিক মতে ঘোষণা করতে হবে, (এখন যুগ খারাপ আপনি ঘোষণা করেন দেখবেন হাজার হাজার মানুষ টাকার জন্য আপনার কাছে আসবে, তাই আপনি অপেক্ষা করুন কেও টাকা খুজে কিনা) একবছরের মধ্যে ‍যদি আপনি টাকার মালিক কে না পান তাহলে, এইটাকা আপনি গরীব দের দান করে দিতে হবে। আর যদি আপনি নিজে গরীব হন, তখন আপনিও ঐ টাকা খরচ করতে পারবেন। তার আগে না।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

“এক বছর যাবৎ খোঁজ করতে হবে। মালিক না পাওয়া গেলে হিসাব রেখে ভোগ করা যাবে। অতঃপর কখনো মালিক পাওয়া গেলে সেটি বা সমমূল্যের বস্তু তাকে ফেরত দিবে। (বুখারী হা/৯১, মুসলি হা/১৭২২, মিশকাত হা/৩০৩৩)।”

যদি ভোগ করতে না চান তবে আপনি নিকটস্থ কোন থানায় জমা দিতে পারেন, যাতে যার হারিয়েছে সে ফেরত পেতে পারে। সেটা করা না গেলে বলবো কোন গরিবকে দিয়ে দিন অথবা মসজিদে দিন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ