এটার নাম ভাইরাস জ্বর। জ্বরটা শরিরের গভীরে

অনুভুতি হয়, দীর্ঘদিন ধরে অল্প অল্প জ্বরকে অহবেলা

করে কোন ঔষধ সেবন না করে থাকলে পরবর্তীতে

এটা ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে থাকে।

প্রতিকার>>>

১/ নিয়মিত savlon/detol/lifeboy সাবান দিয়ে

ভালোভাবে গোসল করতে হবে।

২/ ভোরে খালিপেটে ইসুবগুলের ভুসি/চিরতার পানি/করলার

জুস বেশী করে পান করতে হবে, এতে ভাইরাস জ্বর

দ্রূত সেরে যাবে।

৩/ প্রচুর পরিমানে পানি পান করতে হবে, বেশী পানি

পান করলে শরীরের ভাইরাস প্রসাবের সাথে খুব

দ্রূত বের হয়ে যায়।

৪/ দ্রূত রক্ত পরিক্ষা করে বিশেসজ্ঞ ডাক্তার দেখিয়ে

নিয়মিত ঔষধ সেবন করতে হবে।

৫/ ফার্মেসী  বা হাতুরে ডাক্তার থেকে ঔষধ

সেবন করা থেকে বিরত থাকবেন, ভুলেও এসব জায়গা

থেকে এন্টিবায়োটিক সেবন করবেন না।

মোঃ সায়মুন ইশতিয়াক

নার্সিং অফিসার

কেয়ার মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ