শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মুসলমানদের প্রাচীনতম কবির নাম শাহ মুহাম্মদ সগীর

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এখানে প্রশ্নকর্তা সাধারনভাবে জানতে চেয়েছেন মুসলমানদের প্রাচীনতম কবির নাম কি...? কোন ভাষা-সাহিত্যের প্রাচীন মুসলিম কবি তার উল্লেখ করেন নি...!!! সুতরাং সার্বিক বিবেচনায় এবং জন্ম তারিখ হিসেবে বলা যায় --- "মুসলমানদের প্রাচীনতম কবির নাম হচ্ছে... ( সাহাবী) হজরত লাবীদ ইবনে রবীয়া (রাঃ)। তাঁর জন্মসাল হচ্ছে আনুমানিক ৫৪০ খ্রীস্টাব্দ মতান্তরে ৫৩১ খ্রীঃ। সুতরাং এ হিসেবে তিনি বয়সে হজরত হাসসান ইবনে সাবিত (রাঃ) (জন্ম- আনুঃ- ৫৬৩ খৃঃ, ইন্তেকাল- ৬৭৪ খৃঃ) থেকে আনুমানিক ৩২ বছর বা কমপক্ষে ২৩ বছরের বড় ছিলেন। তিনি জাহেলী যুগ থেকেই প্রখ্যাত কবি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তবে নবুয়ত পরবর্তী যুগে ইসলাম গ্রহণের পর কুরআনের মাহাত্ম্যে মুগ্ধ হয়ে কাব্যচর্চা ছেড়ে দেন। কারো কারো মতে ইসলাম গ্রহণের পর তিনি একটি মাত্র কবিতা রচনা করেন। তবে প্রকৃত পক্ষে ইসলাম। গ্রহণের পর তিনি আরো কিছু কবিতা রচনা করেছেন যাতে ইসলামের সুস্পষ্ট ছাপ বিদ্যমান। তথ্যসূত্রঃ- "কবি ও কবিতা সম্পর্কে রাসূল ( সাঃ) ও সাহাবীদের মনোভাব"। লেখকঃ আবদুল জলীল। প্রকাশনীঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। প্রকাশকালঃ জুন, ১৯৯৫ ইং।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ