শেয়ার করুন বন্ধুর সাথে
Call

চঁন্দ্রগ্রহন ঘটে তখন যখন চাঁদ পৄথিবীকে প্রদক্ষিন করতে করতে পৌছে সূর্য থেকে পৄথিবীর সম্পূর্ন বিপরীত ধারে। তাই চঁন্দ্রগ্রহন হয় সব সময় পূর্নিমায়।আর পৄথিবীর ছায়া পেরোতে চাঁদের লাগে কয়েক ঘন্টা।চাঁদ ঘোরে পৄথিবী ঘোরে তাহলে প্রতি মাসে কেনো সূর্যগ্রহন,চঁন্দ্রগ্রহন হয় না?স্থির তারাদের পটভূমিতে চাঁন্দ্রপথ ও সূর্যপথ কিছুটা ভিন্ন,চাঁন্দ্রপথ সূর্যপথের ওপর 5 ডিগ্রী কোন তৈরী করে হেলে থাকে। শুধু দু-জায়গায় সূর্যপথ ও চাঁন্দ্রপথ ছেদ করে পরস্পরকে;ওখানেই শুধু চাঁদ ও সূর্য এতোটা কাছাকাছি দিয়ে যায় যে ঘটতে পারে চঁন্দ্র ও সূর্যগ্রহন।এই দুটি পথের ছেদ বিন্দুকে বলা হয় পাত বা নোড।চাঁদ ও সূর্যের প্রত্যেকের কৌনিক ব্যাস 0.5 ডিগ্রী;তাই সূর্যকে ঢাকতে হলে চাঁদ ও সূর্যকে আসতে হয় একে অন্যের 0.5 ডিগ্রীর মধ্যে। চাঁদ পৄথিবী থেকে যতটা দূরে আছে তাতে তার ছায়া কোন রকমে এসে পৌছে পৄথিবীতে,সূর্যগ্রহনের সময় পৄথিবীতে চাঁদের সর্বোচ্চ প্রস্থ হয় প্রায় 300 কিঃমিঃ।পৄথিবীতে শুধু ওই ছায়ার এলাকার মধ্যে পড়ে তারাই দেখতে পায় পূর্ন সূর্যগ্রহন,অন্যরা দেখতে পায় আংশিক গ্রহন। কাজেই গ্রহনের জন্য চাঁদকে অবশ্যই থাকতে হবে একটি পাতের কাছে,তারপরও গ্রহন নাও ঘটতে পারে।শুধু তখনই গ্রহন ঘটে যখন ওই পাত বা ছেদবিন্দু দুটির রেখা থাকে সূর্যের সোজাসুজি। চলবে..................

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ