বয়স ২০। সমস্যা হচ্ছে আমি ছেলে হলেও কিশোরী মেয়েদের মতো স্তন আছে এবং তা বয়স বাড়ার সাথে সাথে বেড়েই যাচ্ছে। এই সমস্যা যে কতটা মানসিক সেটা বলে বোঝাবার মতো নয়। বাইরে বের হতে ইচ্ছে করে না। স্বাভাবিক ছেলেদের মতো কাপড় পড়া যায় না.... সবচেয়ে বড় কথা, মানসিক শান্তি পাই না... এর কি কোন স্থায়ী চিকিৎসা নেই? শুনেছি অপারেশন করে এগুলো ছোট করা যায়. কিন্তু এটা স্থায়ী না... আর অনেকে মেডিসিন বিশেষজ্ঞ এর সাথে পরামর্শ করতে সাজেস্ট করে... কি করবো? ভালো কোন মেডিসিন বিশেষজ্ঞ এর খোজ দিবেন প্লিজ। ধন্যবাদ।
Share with your friends
Call

আপনার সহজ সমাধান হচ্ছে আপনি পর্যাপ্ত ব্যায়াম করুন এবং সাতার কাটুন তাছাড়া বুকের যে ব্যায়াম আছে সেগুলা করার চেষ্টা করুন দেখবেন কিছুটা হলে ও উপকার পাবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

পুরুষের স্তন স্বাভাবিক থেকে বড় হয়ে যাওয়াকে গাইনেকোমাস্টিয়া বলে। নবজাতক, বয়ঃসন্ধিকালে ও বৃদ্ধ বয়সে শারীরবৃত্তীয় কারণে এমনটি হতে পারে। সাধারণ গাইনেকোমাস্টিয়ার কারণগুলো নিয়ে এখনও সংশয় রয়েছে যদিও সাধারণভাবে সেক্স হরমোনের বৈষম্যকে এর জন্য দায়ী করা হয়। স্তন টিস্যুর বৃদ্ধির কারণেও স্তন বড় হতে পারে। অনেক সময় স্তনে অতিরিক্ত চর্বি জমলে স্তন বড় দেখায়, তবে এটা গাইনেকোমাস্টিয়া নয়। গাইনাকোমাস্টিয়ার দুই ধরনের চিকিৎসা রয়েছেঃ সার্জারি করে বাড়তি স্তন-টিস্যু সরিয়ে ফেলা ঔষধের মাধ্যমে হরমোনের নষ্ট ভারসাম্য ঠিক করা। ওই জায়গাটি ব্যাথা করলে বা দৃশ্যমান হয়ে ফুলে থাকলে অবশ্যই ডাক্তার দেখান। কোনো কোনো সময় ফোলা জায়গাটি কেটে সরিয়ে ফেলতে হতে পারে। গাইনাকোমাস্টিয়ার সাথে স্তন ক্যানসারের কোন সম্পর্ক নেই, তবে বুক ফুলে যাওয়ায় আপনি চিন্তিত হলে, যত দ্রুত সম্ভব একজন ডাক্তার দেখান।

Talk Doctor Online in Bissoy App