Share with your friends
Call

WCDMA ও HSPA উভয়ই দ্রুতগতির ইন্টারনেট প্রযুক্তি। তবে HSPA হলো WCDMA এর পরবর্তী প্রজন্ম। >> WCDMA এমন একটি 3G টেকনোলজি যেটা শুধুমাত্র কম 3G স্পিড সাপোর্ট করে যা ভাল কাভারেজ এলাকায় সর্বোচ্চ ৩৮৪ Kbps >> HSPA ডিভাইস এর 3G এক্সপেরিয়েন্সের তুলনায় WCDMA বেশ খারাপ 3G এক্সপেরিয়েন্স দেয়। >> WCDMA সর্বোচ্চ ৩৮৪ kbps স্পীড দিতে সক্ষম। অপরপক্ষে, HSPA ২১.১ mbps (থিওরেটিকাল) স্পিড দিতে সক্ষম।

Talk Doctor Online in Bissoy App