শেয়ার করুন বন্ধুর সাথে
Call

জ্যাম তৈরি হয় সরাসরি ফলমূল থেকে, যা চিনির শিরার সাথে সিদ্ধ করে গলানো হয় যতক্ষণ না পর্যন্ত তা একটা থকথকে আবরনের মত হয়।জ্যামের মধ্যে যে ফল থেকে তা তৈরি তাঁর কিছুটা অংশ টুকরা-টুকরা থেকে যায় এতে সহজেই বুঝা যায় যে জ্যামটা কোন ফল থেকে তৈরি হয়েছে অপরদিকে জেলি তৈরি করা হয় ফলের রস থেকে এতে মূল ফলের কোন অংশ বিদ্যমান থাকে না আর এজন্য জেলি জ্যামের থেকে অনেক মসৃণ হয়ে থাকে তাছাড়া জেলিতে চিনির পরিমাণও জ্যামের থেকে বেশি থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ