Call

ডাঃ জাকির নায়েকঃ মুসলমানগণ ইফতারীতে যে সকল দু’আ পড়ে থাকে তার অধিকাংশই সহীহ হাদীস থেকে নেয়া হয় না। ইফতারের সময় যে দু’আ পড়া হয়ে থাকে তার মধ্যে সবেচেয়ে বিশুদ্ধ দু’আ, যেটি রসূলুল্লাহ [ﷺ] কর্তৃক সুনানে আবু দাউদ এর ২য় খণ্ডের কিতাবুস সিয়ামের ২৩৫০ নং বর্ণিত হয়েছে। এ হাদীসের বর্ণনায় এসেছে যে, রসূলুল্লাহ [ﷺ] এ দু’আ টি ইফতারীতে পড়তেন, [ذَهَـبَ الظَّمَـأُ، وَابْتَلَّـتِ العُـروق، وَثَبَـتَ الأجْـرُ إِنْ شـاءَ الله.] “যাহাবায যামা-উ ওয়াব তাল্লাতিল উরুকু ওয়াছা বাতাল আজরু ইনশা-আল্লাহ।” অর্থঃ : “পিপাসা দূর হল, শিরা-উপশিরা সতেজ হল, পুরস্কার নিশ্চিত, যদি আল্লাহ চান।” মুসলমানদের অনেকে এই দু’আ খাবার মুখে দেয়ার পূর্বে পড়ে থাকেন। আবার অনেকে এই দু’আ ইফতারের পর পড়ে থাকেন। আসল কথা হলো আপনি খাবার মুখে দেওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়বেন। রসূলুল্লাহ [ﷺ] এমন করতেন। তারপর আপনি খেজুর, পানি বা অন্যান্য খাবার খাওয়ার পর উপরউক্ত দু’আ পড়বেন। অর্থঃ াৎ আমার পিপাসা দূর হয়েছে। কেবল পানি পান করার পরই পিপাসা দূর হয়। খেজুর বা অন্যান্য খাবার খাওয়ার পরই তো ক্ষুধা দূর হয়। সুতরাং দু’আ ইফতারের পরে পড়তে হবে। প্রশ্নঃ ইফতারীতে নির্দিষ্ট কোনো দু’আ পড়তে হয় কি? দু’আ পড়তে হলে দু’আটি কি? উত্তরঃ ডাঃ জাকির নায়েকঃ মুসলমানগণ ইফতারীতে যে সকল দু’আ পড়ে থাকে তার অধিকাংশই সহীহ হাদীস থেকে নেয়া হয় না। ইফতারের সময় যে দু’আ পড়া হয়ে থাকে তার মধ্যে সবেচেয়ে বিশুদ্ধ দু’আ, যেটি রসূলুল্লাহ [ﷺ] কর্তৃক সুনানে আবু দাউদ এর ২য় খণ্ডের কিতাবুস সিয়ামের ২৩৫০ নং বর্ণিত হয়েছে। এ হাদীসের বর্ণনায় এসেছে যে, রসূলুল্লাহ [ﷺ] এ দু’আ টি ইফতারীতে পড়তেন, [ذَهَـبَ الظَّمَـأُ، وَابْتَلَّـتِ العُـروق، وَثَبَـتَ الأجْـرُ إِنْ شـاءَ الله.] “যাহাবায যামা-উ ওয়াব তাল্লাতিল উরুকু ওয়াছা বাতাল আজরু ইনশা-আল্লাহ।” অর্থঃ : “পিপাসা দূর হল, শিরা-উপশিরা সতেজ হল, পুরস্কার নিশ্চিত, যদি আল্লাহ চান।” মুসলমানদের অনেকে এই দু’আ খাবার মুখে দেয়ার পূর্বে পড়ে থাকেন। আবার অনেকে এই দু’আ ইফতারের পর পড়ে থাকেন। আসল কথা হলো আপনি খাবার মুখে দেওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়বেন। রসূলুল্লাহ [ﷺ] এমন করতেন। তারপর আপনি খেজুর, পানি বা অন্যান্য খাবার খাওয়ার পর উপরউক্ত দু’আ পড়বেন। অর্থঃ াৎ আমার পিপাসা দূর হয়েছে। কেবল পানি পান করার পরই পিপাসা দূর হয়। খেজুর বা অন্যান্য খাবার খাওয়ার পরই তো ক্ষুধা দূর হয়। সুতরাং দু’আ ইফতারের পরে পড়তে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ