শেয়ার করুন বন্ধুর সাথে
ontu

Call

এটি এক ধরনের শল্য চিকিৎসা। এর সাহায্যে দুর্ঘটনায় বা জন্মগত কোন বিবৃত অঙ্গ-প্রত্যঙ্গের বাইরের চেহারা বদলানো যায়। দেহের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে প্লাস্টিক সার্জারী করা হয় তাকে প্রসাধনীক শল্য চিকিৎসা বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Sanjoyrand1

Call

শল্য চিকিৎসার মাধ্যমে শরীরে প্রয়োজনীয় পরিবর্তন আনাই হচ্ছে প্লাস্টিক সার্জারি। যখন এই প্লাস্টিক সার্জারি কেবল সৌন্দর্য বৃদ্ধির জন্য করা হয় তখন তাকে কসমেটিক সার্জারি বলে।

খ্রিস্টের জন্মের ৮০০ বছর আগেও প্লাস্টিক সার্জারির প্রমাণ পাওয়া যায়। রোমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী মানুষ বা প্রাণীর শরীর ব্যবচ্ছেদ করা যেত না। তবু খ্রিস্টের জন্মের প্রায় ১০০ বছর আগে থেকে রোমানরাও ক্ষতিগ্রস্ত কানের প্লাস্টিক সার্জারি করতে শুরু করে। মিশরীয়দের মধ্যেও প্লাস্টিক সার্জারির চল ছিল। আর ভারতেও নাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্লাস্টিক সার্জারি করা হত। ধীরে ধীরে প্লাস্টিক সার্জারির নানা কৌশল উদ্ভাবিত হতে থাকে। বিংশ শতকে পরপর দু’টি বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসা করতে গিয়ে প্লাস্টিক সার্জারি ব্যবস্থার আরও উন্নতি হয়।

যেসব ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি করা হয়:

  • পোড়া বা আঘাতজনিত ক্ষত সারিয়ে তুলতে,
  • ব্রণের দাগ, তিল অপসারণ ও বলিরেখা দূর করতে ,
  • অবাঞ্ছিত লোম অপসারণে,
  • ক্যান্সারাক্রান্ত অঙ্গ বা টিউমার অপসারণের পর ক্ষতস্থানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ,
  • ঠোঁটকাটা, তালুকাটা, অতিরিক্ত আঙ্গুল বা অন্যান্য জন্মগত ত্রুটি দূর করতে,
  • টাক মাথায় চুল ফেরাতে ,
  • রাইনোপ্লাস্টি: নাকের সৌন্দর্যবৃদ্ধি বা ক্ষত দূর করতে,
  • ম্যামোপ্লাস্টি: ক্যান্সারের ক্ষত সারাতে বা বক্ষের সৌন্দর্য বৃদ্ধিতে,
  • লাইপোসাকশন: শরীর থেকে অতিরিক্ত চর্বি বের করতে এবং
  • চিবুক, ঠোঁট, চোখের পাতা, কান এসব অঙ্গের সৌন্দর্যবৃদ্ধিতে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বিভিন্ন ধরনের প্লাস্টিক সার্জারি করা হয়। এছাড়া সরকারি-বেসরকারি সব বড় হাসপাতালেই প্লাস্টিক সার্জারি করা হচ্ছে এখন। শুধুমাত্র কসমেটিক সার্জারির জন্যও বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে।

খরচ:

বিভিন্ন ধরনের কসমেটিক সার্জারিতে খরচের অংকটাও বিভিন্ন রকম হয়। কসমেটিক সার্জারি সেন্টারে বিভিন্ন ধরনের সার্জারির খরচ:

ধরন

খরচ

লাইপোসাকশন

১,১৫,০০০ থেকে ১,৬০,০০০ টাকা

টামি টাক (TummyTuck)

১,৬৫,০০০ টাকা

ব্রেস্ট ইমপ্ল্যান্ট

১,৮০,০০০ টাকা

ব্রেস্ট রিডাকশন/আপলিফট

১,৩৫,০০০ টাকা

রাইনোপ্লাস্টি

৮৫,০০০ টাকা

হেয়ার ট্রান্সপ্ল্যান্ট

১,৮০,০০০ টাকা

ফেসলিফট

১,৩৫,০০০ টাকা

কসমেটিক সার্জারি করা হয় এমন কয়েকটি হাসপাতাল:

এপোলো হাসপাতাল:

প্লট ৮১, ব্লক-ই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।

ফোন- ০২-৮৪০১৬৬১

ফ্যাক্স: ০২-৮৪০১৬৭৯, ০২-৮৪০১১৬১, ০২-৮৪০১৬৯১

ই-মেইল: [email protected]

ওয়েবসাইট: www.apollodhaka.com

কসমেটিক সার্জারি সেন্টার:

শঙ্কর প্লাজা, ৬ষ্ঠ তলা, ৭২, সাত মসজিদ রোড, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯।

ফোন: ৮১৫৩৮০৮, মোবাইল ফোন: ০১৭১১০৪৩৪৩৫

-মেইল: [email protected]

ওয়েবসাইট: www.cosmeticsurgerybd.com

লেজার মেডিকেল সেন্টার

ওয়েবসাইট: http://www.lasermedicalbd.com

ফেসবুক পেজ: http://www.facebook.com/lasermedicalcenter

ধানমন্ডি শাখা:

১৫, বীর উত্তম এম এ রব রোড, সীমান্ত স্কয়ার, (একতলা)

সড়ক-২, ধানমন্ডি, ঢাকা।

ফোন: +880 8613767, 9615080, 01727 00 11 99, 01915 75 84 49.

গুলশান শাখা:

১২১/সি, গুলশান এভিনিউ (৬ষ্ঠ তলা), গুলশান ২, ঢাকা।

ফোন: +880 8835554, 8853314, 01711 660938, 01914 89 10 17

তাসমিয়া তাহমিদ ব্রেস্ট কেয়ার: ডিআইপিএইচএএম হাসপাতাল

লেভেল-৬, বাড়ি-১৬, সড়ক-১৬ (পুরাতন ২৭), ধানমন্ডি জেনেটিক প্লাজা, ঢাকা।

ফোন: ৮১১৭৭৭৩ এক্সটেনশন: ৯১৯

ফ্যাক্স: ৮৮০-২-৯১১৫০৬২

মোবাইল ফোন: ০১৯৪২৭০০৩০৬, ০১৭৫৫০১৩০৬৯

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ