শেয়ার করুন বন্ধুর সাথে

গেঞ্জি (ইংরেজি: Undershirt) হলো ঊধ্র্বাঙ্গের একপ্রকার অন্তর্বাস, যেটি শার্ট বা জামাকে ঘাম ও দুর্গন্ধ থেকে বাঁচানোর জন্য সেগুলোর নিচে পরা হয়| এগুলো ছোট-হাতা বিশিষ্ট অথবা হাতাবিহীন হয়ে থাকে| সাধারণভাবে এগুলো পুরুষদের উপরের অংশের অন্তর্বাস হিসেবেই সর্বাধিক পরিচিত|এছাড়াও এটি পরিধানের কারণে শার্টের স্বচ্ছতা হ্রাস পায়| গরমকালে উষ্ণতা ধরে রাখার জন্যেও এটি পরিধান করা হয়|


 টি-শার্ট বা টি (ইংরেজি: T-shirt, Tee) হচ্ছে এক প্রকার শার্ট, যা ঘাড়ের অংশ থেকে দেহের ওপরাংশে কবন্ধের বেশিরভাগ স্থানকে ঢেকে রাখে। ইংরেজি 'টি' (T) আকৃতির ন্যায় দেখতে, তাই এ পোশাকটির নাম টি-শার্ট হয়েছে। টি-শার্টে সাধারণত কোনো বোতাম বা কলার থাকে না। সচারচর এটি হয় গোলাকার ও খাটো হাতাযুক্ত। যদিও কিছু ক্ষেত্রে মানুষ ভুলবশত খাটো হাতাযুক্ত যে-কোনো শার্ট বা ব্লাউজকেই টি-শার্ট ভেবে ভুল করে। পোলো শার্ট বা অন্যান্য কলারযুক্ত শার্ট প্রকৃতপক্ষে টি-শার্ট নয়। কারণ এ ধরনের শার্টের হাতা কাঁধের পাশ দিয়ে সামান্য একটু বাড়তি থাকে, এবং খাটো হাতার ক্ষেত্রে তা কনুই পর্যন্ত হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ