৪ মাস থেকে আমাশয় রোগে ভুগছি। কোন ঘরোয়া চিকিত্‍সা আছে কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আমাশয় নিরাময়ে ভেষজ কুড়চি : ১০-২০ গ্রাম ছাল ৩-৪ কাপ পানিতে সিদ্ধ করে ১ কাপ থাকতে নামিয়ে সেব্য। থানকুনি : দৈনিক ২-৩ গ্রাম থানকুনি চিনিসহ ২-৩ বার সেব্য। বেলশুঁঠ বা কচিবেল : ৬ ঘন্টা পরপর ২-৫ গ্রাম কাঁচা বেল শ্বাস ঠান্ডা পানিসহ সেব্য। কাঁচাকলা : পানিমাণমত কাঁচাকলা তরকারী বা ভর্তা বানিয়ে খেতে হয়। আমিষ জাতীয় খাবার একটু কম খাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ