এটা অনেক দিক থেকেই প্রমাণিত হয়েছে যে ভারী নিতম্বের নারীদের বেশ আকর্ষণীয় মনে করেন বেশিরভাগ পুরুষেরা। খেয়াল করলে দেখবেন যে রাস্তায় কোনো নারীকে দেখলে তারা এই বিষয়টি নিয়েই মন্তব্য করতে পছন্দ করেন। গবেষণায় দেখা যায় যে শুধু একজন দুইজন পুরুষ না বরং প্রায় প্রতিটি পুরুষই নারীদের এই ভারী নিতম্বের প্রতি আকর্ষণবোধ করে থাকেন। কিন্তু কেন এমনটি হয়ে থাকে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন কতিপয় বিজ্ঞানীরা। গবেষণার বিভিন্ন ব্যাখ্যায় বলা হয়ে থাকে যে, নারীদের ভারী নিতম্ব পুরুষদের আকর্ষণ করে থাকে কারণ তারা মনে করেন যে ভারী নিতম্বের নারীরা পূর্ণ যৌবনপ্রাপ্ত হন এবং তারা সন্তান উৎপাদনে অন্যান্য নারীদের তুলনায় অগ্রণী ভূমিকা রাখেন। এছাড়া বিশেষজ্ঞরা এও বলছেন যে ভারী নিতম্বের নারীদের জন্ম দেয়া সন্তানরা বেশি বুদ্ধিমত্তার অধিকারী হওয়ার সম্ভাবনা থাকে। কেননা মহিলাদের উরু এবং নিতম্বের চর্বি বাচ্চাদের মস্তিস্ক বিকাশে বিরাট ভূমিকা পালন করে। নারী দেহের এ সকল স্থানের চর্বি তাদের সন্তানদের বুদ্ধিকে বিকশিত করা এবং তাদের ক্রম বিকাশকে সহায়তা করে। যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইল লাসেক বলেন, এই অঞ্চলের চর্বি ডোকোসাহেক্সানয়িক এসিডে (ডিএইচএ) পূর্ণ যা মানব মস্তিষ্কের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। অধ্যপক লাসেক তার সদ্য প্রকাশিত গবেষণা পত্রে আরো উল্লেখ করেন, ঠিক কী কারনে মহিলাদের শরীরে এত বেশি পরিমান চর্বি থাকে সে বিষয়টি এখনো রহস্য। স্তন্যপায়ী প্রাণীদের দেহে সাধারনত পাঁচ থেকে ১০ শতাংশ চর্বি থাকতে দেখা গেলেও নারীদেহে গড়ে ৩০ শতাংশ পর্যন্ত চর্বি থাকারও প্রমাণ রয়েছে। লাসেকের সহকারী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভেন গাউলিন যিনি ইভালিউশনারি সাইকোলজির শিক্ষক দেখিয়েছেন, নারীদেহের চর্বি শিশুর মস্তিস্ক বিকাশের জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ। লাসেক বলেন, বাচ্চা বেড়ে ওঠার সময় মায়ের শরীরের ডিএইচএ গুলো একত্রিত হয়ে কাজ করে এবং সেগুলো মাতৃদুগ্ধের মাধ্যমে শিশুর মস্তিষ্কে পৌঁছায়। আর্লিংটনে অবস্থিত টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের ছাত্র এরিক রাসেল এই বিষয়ে একটি গবেষণা করেন। তিনি বলেন, নারীদের কোমরের বত্রতাকেও অনেক পুরুষ বেশ পছন্দ করে থাকেন। গবেষণায় বলা হয় যে, গড়ে প্রায় ৩০০ জনেরও বেশি পুরুষ ২৬-৬১ ডিগ্রি পর্যন্ত নারীদের কোমরের বক্রতাকে আকর্ষণীয় মনে করেন। তারা মনে করেন যে ৪৫.৫ ডিগ্রি বক্রতাই হল একজন নারীর কোমরের আকর্ষণীয় মাপ। তবে নারীদের কোমরের অতিরিক্ত বক্রতা ব্যাকপেইনসহ নানা ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে বলে গবেষকরা মন্তব্য করেন। ধন্যবাদ তথ্যসূত্র : হাফিংটনপোস্ট

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ