শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের মূল পার্থক্য হলো এদের দহনের ধরনে । পেট্রোল স্ফুলিং সৃষ্টি করে অথবা সংকোচনের মাধ্যমে জ্বলে কিন্তু ডিজেল খুব ভালোভাবে জ্বলেনা কিন্তু এটি সংকোচনের মাধ্যমে ভালো পোড়ে(Burn) । পেট্রোল ইঞ্জিনে এয়ার-ফুয়েল মিক্সচার প্রবেশ করানো হয় এবং স্পার্ক প্লাগ ব্যবহার করে জ্বালানো হয় । এটি ঘটে যখন পিস্টন টপ ডেড সেন্টারে পৌছায় । ডিজেল ইঞ্জিন বায়ু সংকোচন করে এবং এয়ার/ ফুয়েল মিক্সচার যুক্ত করা হয় । যার ফলে এটি উত্তপ্ত হয়ে যায় । ফলস্রুতিতে সংকোচন এবং উত্তপ্ত হওয়ার কারনে দহন সংগঠিত হয় । পেট্রোল ইঞ্জিনে মুলত কারন এটিতে বেশি পরিমানে Octane এবং কম পরিমানে Cetane ব্যবহৃত হয় । যা জ্বলনে সহায়ক । এবং এটি পেট্রোল ইঞ্জিনে ভালো কাজ করে । কিন্তু ডিজেল ইঞ্জিনে কম পরিমানে Octane এবং বেশি পরিমানে Cetane ব্যবহৃত হয় যা ডিজেল ইঞ্জিনে দহনে সহায়তা করে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ