শেয়ার করুন বন্ধুর সাথে

প্রধান কারণসমূহ : ক. মেরুদণ্ডের যে কোনো ধরনের জন্মগত ত্রুটি (ঈড়হমবহরঃধষ) খ. ত্রুটিপূর্ণ বসা বা দাঁড়ানো (ঋঁহপঃরড়হধষ) গ. আঘাতজনিত : মাংসপেশী, লিগামেন্ট, জয়েন্ট ইনজুরি ও ভার্টিব্রা (ঠবৎঃবনৎধ) ভেঙে যাওয়া। ঘ. ইনফেকশন : যেমন- জীবাণু দ্বারা (চুড়মবহর) যক্ষা (টিউবারকুলোসিস) ঙ. যে কোনো ধরনের আথ্রাইটিস চ. চৎড়ষধঢ়ং ফরংব বা ডিস্ক বের হয়ে যাওয়া ছ. লাম্বার স্পন্ডিলাইসিস, স্পন্ডিলোলাইসিস, স্পাইনাল স্টেনোসিস জ. মেয়েদের ক্ষেত্রে প্রসূতিকালীন সময় (চৎবমহধহপু) ও জরায়ুর রোগ। ঝ. মেরুদণ্ড বা ও স্পাইনাল কর্ডের টিউমার ঞ. এছাড়াও তলপেট, কিডনি, মূত্রনালী ও মূত্রথলির যে কোনো ধরনের রোগের কারণে লো ব্যাক পেইন হতে পারে। বসার ভঙ্গির সঙ্গে লো ব্যাক পেইন বা কোমর ব্যথার সম্পর্ক আছে। ত্রুটিপূর্ণ বসার কারণে লো ব্যাক পেইন হতে পারে। মেরুদণ্ডের আকৃতির কয়েকটি বাক থাকে। বসার সময় সেই বাঁকগুলো স্বাভাবিক রেখে বসা উচিত। এর ব্যতিক্রম হলে লো ব্যাক পেইন হতে পারে অথবা অন্য কারণে লো ব্যাক পেইন থাকলে তার তীব্রতা ও স্থায়ীত্ব বাড়তে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ