শেয়ার করুন বন্ধুর সাথে
Call

*বাইরে বের হলে ছাতা ব্যবহার করতে দিন। *গরম থেকে এসেই বাচ্চাকে ঠান্ডা পানি খেতে দেবেন না। *বাচ্চারা বাইরে থেকে আসার পর প্রথমেই গা মুছিয়ে শুকনো করে দিন। গা একটু ঠান্ডা হলে তারপর গোসল করান। *ঘেমে যায় বলে বাচ্চাদের খেলাধুলা বন্ধ করবেন না। তবে শরীর যেন বেশিক্ষণ ঘেমে না থাকে এবং ঘাম যেন শরীরে না শুকায় সেদিকে খেয়াল রাখুন। *অন্যের হাঁচি-কাশির সাথে বাহিত ভাইরাস শ্বাস-প্রশ্বাসের সঙ্গে বাচ্চাদের শরীরে ঢুকে ওদের কাহিল করে ফেলে। আক্রান্ত ব্যক্তির কাছ থেকে বাচ্চাদের দূরে রাখুন। *বড়রা, যাঁদের সর্দিগর্মি হয়েছে তাঁরা অবশ্যই হাঁচি-কাশির সময় রুমাল ব্যবহার করুন। *যেসব মায়েরা ব্রেস্টফিডিং করান তাঁরা সতর্ক হোন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ