শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

প্রত্যাশা শব্দের বাংলা অর্থ [প্রোত্‌তাশা, পিত্‌তেশ্‌, পিত্‌তেশ্‌] (বিশেষ্য) ১ আশা; কামনা। ২ সম্ভাবনা; সম্ভাবিত বিষয়ের জন্য অপেক্ষা; প্রতীক্ষা। প্রত্যাশিত (বিশেষণ) ১ প্রত্যাশা করা হয়েছে এমন। ২ সম্ভাবিত। প্রত্যাশিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (অয়ি নিত্য প্রত্যাশিতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। প্রত্যাশী(-শিন্‌) (বিশেষণ) প্রতীক্ষাকারী; কামনাকারী; প্রত্যাশাকারী (যেন অনেক যত্ন অনেক সেবার প্রত্যাশী-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। প্রত্যাশায় (ক্রিয়াবিশেষণ) আশায়; ভরসায় (আছে কোন গানের প্রত্যাশে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+আশা};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ